আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সেমি- ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ক্রীড়া মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্লাহ মিলন, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহজাহান মাসুম, সহ সাধারণ সম্পাদক বাসব সরকার, ফুটবল এসোসিয়েশন এর সদস্য মোফাজ্জল হোসেন সৈকত।
সেমিফাইনাল ফাইনাল খেলায় নির্ধারিত খেলায় মাইজদী পাবলিক কলেজ বনাম সোনাপুর সরকারি কলেজকে ১-০ গোলে পরাজিত করে। এইছাড়া দ্বিতীয় খেলায় কবিরহাট সরকারি কলেজ বনাম জালাল উদ্দীন ডিগ্রি কলেজকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনাল খেলায় উর্ত্তীন্ন হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজ গুলোর শিক্ষক মহিম চন্দ্র দাস, তাকদির হোসেন সহ আরো অনেকই।