
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলুর পক্ষ থেকে অসহায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুনের আয়োজনে বন্যার্তদের মাঝে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লা, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, সদস্য সচিব মহি উদ্দি রাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্মাদক সাহাব উদ্দিন, ওয়ার্ড সভাপতি কবির আহমেদ, বিএনপি নেতা জাকের হোসেন, যুবদল নেতা সাজু, সাবেক নেতা কাউছার হোসেন, সহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।