নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও গনমিছিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ১৪ ও ১৫ ই আগস্টে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার হত্যার অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে উপজেলা ও পৌর বিএনপি অবস্থান কর্মসূচি ও গন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দিনব্যাপী ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এরপর পাবলিক হল গন মিলতায়ন থেকে চৌমুহনী কাচারি বাড়ি জামে মসজিদে গিয়ে গন মিছিল টি শেষ হয়।

বেগমগঞ্জ উপজেলার পাবলিক হল চত্বরে উপজেলা যুবদলের সভাপতি রুস্তম আলীর পরিচালনায় চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ দাস। 

এই সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল চৌধুরী মান্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, উপজেলা সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, আবুল কালাম আজাদ, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, যুবদল নেতা মহিন উদ্দিন রাজু, স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম, ওমর ফারুক, সাইফুল ইসলাম, শেখ ফরিদ, উপজেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন,  নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন সহ আরো অনেকে। 

Share This Article