নোয়াখালীতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

 

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বিএনপি ডাকা ৩১ অক্টোম্বর ১লা নভেম্বর ২রা নভেম্বর টানা ৭২ ঘন্টা  হরতাল-  অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ছাত্রলীঘ ও যুবলীগ।

নোয়াখালী -৪ ( সদর সূবর্নচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা- উপজেলায় ছাত্রলীগ ও  যুবলীগীর উদ্দ্যোগে সোমবার বিকালে নোয়াখালী জামে মসজিদ থেকে  বিক্ষোভ মিছিল  বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন  জেলা আওয়ামীলীগের অফিস সম্মূখে এসে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ইয়াসিন আলম রকি, জেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান শাওন, পৌর যুবলীগের সদস্য হাসান তারেক সহ জেলা উপজেলা ও  পৌর যুবলীগের নেতাকর্মীরা  অনেকেই উপস্থিত ছিলেন।

Share This Article