
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী ক্ষুদ্র হর্কাস মার্কেট ব্যবসায়ী দের অস্থায়ী পুন:বাসন এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তাদের একটাই দাবি মার্কেটের নির্মাণ কাজ শুরু করার পূর্বে নূন্যতম দশ মাসের জন্য ব্যবসা বান্ধব বর্তমান নোয়াখালী সুপার মার্কেটের পশ্চিম পাশে খালি জায়গায় নির্মাণাধীন স্থাপনায় ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করার বিষয়ে জোর দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, আমরা মাইজদী হকার্স মার্কেটে দীর্ঘ ৩০ বছর যাবত ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। বহু প্রতিকূলতা ও নানাবিধ সমস্যা নিয়ে আমাদের দুর্গম এই পথ চলা । বর্ষায় পানিবন্ধী, করোনার অতি মহামারিতে দীর্ঘ দুই বছরের অধিক সময় আমরা ঘরবন্দি জীবন ও নানাবিধ জটিলতার মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখার জীবন যুদ্ধ লড়ছি। সম্প্রতি রাস্তাঘাট সম্প্রসারণ ড্রেনেজ ব্যবস্থা সহ শহর উন্নয়নের ফলে মার্কেটের অবস্থান অনেক নিযুক্ত চলে গিয়েছে। বৃষ্টিতে দুই ফুট থেকে তিন ফুট নোংরা পানিতে তলিয়ে যায় মার্কেটটি। প্রতিটি দোকানে পানি ঢুকে ব্যবসায়ীদের মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে যখন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের সমস্যা সৃষ্টি হয়। কখনো কখনো প্রাণহানির সঙ্কা তৈরি হয়। তৎপ্রেক্ষিতে আমরা মালিক ও ব্যবসায়ী বৃন্দ যৌথভাবে মার্কেটটির দ্রুত উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তারা আরো জানায়, ব্যবসায়িকগণ বিভিন্ন ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এবং ঢাকায় বিভিন্ন জনের কাছে প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণী। এমতাবস্থায় ব্যবসায়ী দোকান মালিক এবং কর্মচারী সহ প্রায় সহস্রাধিক পরিবারের জীবন জীবিকা নির্বাহে আমাদেরকে সম্মানজনকভাবে পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও মালিক গণ যৌথভাবে নোয়াখালীর জেলা প্রশাসক এর কাছে তাদের দাবীর জন্য পেশ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রসাশক মোহাম্মদ দেওয়ান মাহবুব এর কাছে ব্যাবসায়ী নেতৃবৃন্দরা স্নারক লিপি প্রদান করে।
এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি হকার্স মার্কেট সভাপতি আব্দুস সামাদ শাহিন,
নোয়াখালী হকার্স সমবায় সমিতি লিঃ এর সভাপতি
মোঃ ইকরাম উল্যাহ ডিপটি, সহ অত্র ব্যবসায়ী মালিক ও শ্রমিকবৃন্দ ও আরো অনেকে।