বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার চৌমুহনী পাবলিক হল সংলগ্ন সকালে শহীদ মিনার প্রাজ্ঞনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এই সময় বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু , সহ-সভাপতি এজেড এইচ আজিজ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক সুমন পাল, সাংবাদিক আজিজ আহম্মেদ, জুনায়েদ কামাল, মনির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Share This Article