
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের জন্য স্বামীর বাড়িতে পরিবারের সদস্যরা নিযার্তন করে সাজেদা আক্তার পাখি পিতৃহীন গৃহবধুকে গলা চেপে ধরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগে নিহতের মা ফেরদৌস আক্তার রুনা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। শুক্রবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর প্রামে এই ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
মামলার সূত্রে জানান যায়, গেল ১৮ মাস আগে পিতৃহীন সাজেদা আক্তার পাখিকে এলাকার মানবিক সংঘটনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে শরীফপুুর ইউনিয়নে খানপুরে মনির হোসেন এর সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে বিভিন্ন সময় স্বামীর পক্ষ থেকে যৌতুকের টাকা দাবি করে এবং শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে। ঘটনার দিন স্বামীর পরিবারের সদস্য সবাই মিলে নির্যাতন করে ও গলা চেপে ধরে হত্যা করে এরপর গলায় ফাস দিয়ে আত্বহত্যা করে বলে চালিয়ে দেয়।
এ ঘটনায় জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার স্থলে পরিদর্শন করেন এবং ঘাতক স্বামীকে গ্রেফতার করে। হত্যার মেডিকেল পরে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।