আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে আগামী ২২ শে জুন শান্তি ও উন্নয়ন সমাবেশে ব্যস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগমন উপলক্ষে সেনবাগ উপজেলায় তৃনমুল আওয়ামীলীগের আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ড. জামাল উদ্দিন এর এফসিএর বাসভবনে প্রাঙ্গণে আলোচনা ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক চেয়ারম্যান, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান মানিক, সেনবাগ পৌর সভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি শিহাব উদ্দিন শিহাব, সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।