নোয়াখালীতে সাংবাদিকে সম্মাননা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা শাখার উদ্দ্যগে মরহুম সাংবাদিক আবদুল কাদেরকে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
প্রেসক্লাবে সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে বিএমএসএফ সভাপতি তাজুল ইসলাম মানিকভূঁইয়া সভাপতিত্বে সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল সহ সম্পাদক এ আর আজাদ সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দীন বাদল, আকবর হোসেন সোহাগ, এএস এম রেজোয়ান, কামরুল কানন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ইউনুছ শিকদার বাহার, দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা  আবু তাহের ফরিদ। এছাড়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা কমরত অধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে তবারক বিতরন করা হয়েছে।#

Share This Article