
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বনগর ইউনিয়নের ওয়াসেকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে
ফিতা কেটে, পায়রা উড়িয়ে ও মশ্বাল প্রজ্জলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান শাহিন। প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক শিক্ষানুরাগী মোশারফ হোসেন টিপু।
বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার আয়েশা আক্তার পারুল, অত্র ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান মোঃ শাহ জালাল, পিডিবির সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সাইফুল্লাহ মাসুদ।
দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রত্যেক ক্লাস ও বিভাগীয় ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের জাকজমক ভাবে নাচ-গান, অভিনয়, যেমন খুশি তেমন সাজো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ কামালের প্রতিচ্ছবি সহ এবং ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ওয়াসেকপুর পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন,
বাংলাদেশ রেলওয়ে বিশিষ্ট ব্যবসায়ী মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল হুদা সজিব, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।