আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ৬ আসনে ৩৭জন বৈধ প্রার্থীর ১৮ জন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান বাতিল ঘোষনার পর আপিলের পরে ৩ জন কে বৈধতা ঘোষণা করা হয়েছে।
আজ আপিল বিভাগ নোয়াখালীর ৩টি আসনের বৈধতা ঘোষণা করেন। বেগমগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশীদ কিরন, চাটখিল সোনাইমুড়ী আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন, সেনবাগ-সোনাইমুড়ী আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুর রহমান এর মনোনয়ন বৈধতা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেজবা উদ্দিন।
মনোনয়ন বৈধতা ঘোষণা পাওয়ায় বিভিন্ন প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নেতাকর্মীরা আনন্দের পোস্ট করতেও দেখা যায়। তারা আশা করছেন আগামীতেও তাদের মনোনয়ন পাওয়া প্রার্থীরা নির্বাচিত হবেন।