নোয়াখালীর এমপি এইচ এম ইব্রাহিমের উন্নয়নের ছোয়া পেতে পুনরায় ভোট দেওয়ার আহবান : প্রতিমন্ত্রী এনামুর রহমান

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এ মরহুম পিতা মাতার নামে প্রতিষ্ঠিত ওহাব তৈয়বা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সোনাইমুড়ী সরকারি কলেজ ও চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাজ্ঞনে সোনাইমুড়ী-চাটখিল উপজেলা ও পৌরসভার হত-দরিদ্রদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার, চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভা মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিন ভিপি।

প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান ও সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নিজ হাতে এই ত্রান বিতরণ কার্যক্রম করেন। অতিথি বলেন, এইচ এম ইব্রাহিম সবসময় অসহায় মানুষের পাশে থেকে সবার সেবা করে যাচ্ছেন। আগামীতে আবারো সরকারের হাতকে শক্তিশালী করতে পুনরায় ভোট দেওয়ার আহবান জানান।

প্রায় ৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে ত্রান সহয়তায় প্রদান করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোজাম্মেল হোসেন, ওসি তদন্ত মোহাম্মদ আহসান, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল, চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হুদা, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ আরো অনেকে।

Share This Article