আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকায় হামলা, ভাঙচুর, দোকান দখল, ডাকাতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনা পর পরে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে। উভয় পক্ষে শান্ত থাকতে বলেন এবং আদালতে আদেশ মেনে চলতে বলা হয়েছে।
এ ঘটনায় আহতদের হয়েছে কমপক্ষে ৫ জন, আহতদের মধ্যে মোঃ সোহেল, মোঃ ওমর ফারুক প্রঃ সৌরভ, লাভলী আক্তার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোহেলের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ভাবে জানা যায় দুই পক্ষে মধ্যে জমিন নিয়ে অনেক দিন থেকে বিরোধ রয়েছে। গতকাল মোঃ হেলাল উদ্দিন , মোঃ বাছির উদ্দিন, মোঃ আলী আজগর, মোঃ মোস্তাফিজুর রহমান সুজন সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন নেতৃত্ব এ হামলা ভাংচুর ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মোঃ হেলাল উদ্দিন , মোঃ বাছির উদ্দিন, মোঃ আলী আজগর, মোঃ মোস্তাফিজুর রহমান সুজন সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন কে
আসামি করে বেগমগঞ্জ মডেল থানা অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
বেগমগঞ্জ থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম জানার ঘটনার পর পরে পুলিশ পাঠানো হয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে প্রয়োজনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।