নোয়াখালী খামারিদের জন্য সুখবর: দিনাজপুরের খড় পাচ্ছেন এখন স্বল্প মুল্যে বেগমগঞ্জ চৌরাস্তায় 

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলার ছোট-বড় সকল খামারিদের জন্য বড় সুখবর। গরুর খাদ্য হিসেবে খ্যাত দিনাজপুরের খড় এখন নোয়াখালীতে।

গত কয়েকদিন আগে নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারনে 

সকল উপজেলায় গোখাদ্য খড়ের সংকট দেখা দিয়েছে। বাজারে অন্যান্য খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বড় বিপাকে পড়েছেন খামারিরা। অনেকে খাওয়াচ্ছেন পচে যাওয়া খড় শুকিয়ে। তাই এখন গরু-বাছুর নিয়ে বিপদে আছেন তারা। 

তাই খামারিদের কথা মাথায় রেখে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-চৌরাস্তা প্রাইম হাসপাতাল ভবনের পশ্চিম প্বার্শে (চৌরাস্তা পাম্পের সামনে) অবস্থানরত দিনাজপুর থেকে আগত প্রাকৃতিক খড় এখন স্বল্পমুল্যে পাইকারি ও খুচরা ক্রয় করতে পারবেন খামারি সহ অন্যান্য কৃষকরা। 

খড় ক্রয় করতে দ্রুত যোগাযোগ করুন: 

নাম: মোহাম্মদ শাহ আলম

মোবাইল নাম্বার: 01782469298

চৌরাস্তা, প্রাইম হাসপাতাল সংলগ্ন, 

বেগমগঞ্জ, নোয়াখালী। 

Share This Article