নোয়াখালী পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নোয়াখালী পৌরসভার কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী পৌর সভার ব্যবস্থাপনায় পৌর মেয়র শহীদ উল্লাহ খান সহেলের সভাপতিত্বে রুম্মানে জান্নাতের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (পিপিএম বার) মো. শহীদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

বক্তব্যে অতিথিরা বলেন, এই শিক্ষা বৃত্তি যেনো ধারাবাহিক ভাবে চলমান থাকে, সেই সাথে ছাত্র-ছাত্রীদের কে মনোযোগ দিয়ে পড়াশোনা করার তাগিদ দেন এবং এক সময় দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার প্রস্তুতির আহবান ও জানান।
এই সময় ৩ টি ক্যাটাগরিতে ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেধা অনুযায়ী ২০১ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, বিভিন্ন স্কুলের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

Share This Article