আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের
মৃত সদস্যদের পরিবারকে কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জের বানিজ্যিক শহর চৌমুহনীতে সমবায় মার্কেটে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আমিন সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান।
বক্তারা আলোচনায় বলেন, এই শ্রমিকরা সাধারণ মানুষদের বিভিন্ন দিক দিয়ে সবসময় সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন নানামুখী উন্নয়ন থাকলেও শ্রমিকদের কোন কল্যান হয় নি। মৃত শ্রমিকদের পরিবার কোন অনুদান বা সহায়তা পায় না। এই দিকে সরকারের উন্নয়ন ও দৃষ্টি দেওয়ার আহবান জানান তারা।
এই সময় সংসদ সদস্য ও সংগঠনের নেতাকর্মীরা নিজ হাতে বিভিন্ন সময়ে নিহত ১৮ জন মৃত শ্রমিক পরিবারের মধ্যে ৩ লক্ষ ৪৫ হাজার টাকার চেক প্রদান করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ট্রাক ট্যাংক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার, উক্ত সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সহ আরো অনেকে।