
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আশিংক আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিম ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যাক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার পরবর্তী যৌথ উদ্দ্যেগে সাংবাদিক এর সাথে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মজ্ঞলবার বিকেলে চাটখিল উপজেলায় এইচ এম ইব্রাহিম ও আলহাজ্ব জাহাঙ্গীর আলম নৌকার বিজয়ে কাজ করার যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত দিনে সকল ভেদাভেদ ভুলে একসাথে নৌকার পক্ষে কাজ করে যাবেন বলে জানান তারা।
এরপর সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া, পাপুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ কেন্দ্রের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।