
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সারাদেশের রাজবন্দিদের মুক্তি ভোটাধিকার প্রয়োগ ও মত প্রকাশের দাবিতে চলমান হরতাল অবরোধ কে সমর্থন জানিয়ে শিকল ভাঙ্গার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান এর সভাপতিত্বে সদর আইনজীবী কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাতীয়বাদী কৃষক দল, জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ, লয়েন্স কাউন্সিল, জাতীয়বাদী সাংস্কৃতিক ফোরাম, জাতীয়বাদী আইনজীবী সহকারী ফোরাম এর যৌথ আয়োজনে বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে প্রধান সড়ক গুলোতে হাতে শিকল পড়ে মিছিল পদক্ষিন করে আইনজীবী অফিসের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী তাজুল ইসলাম,
এডভোকেট বাহার উদ্দিন খোকন, এডভোকেট মাহমুদ শাকিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, নুরনবী চৌধুরী, নুরুল আমিন, এডভোকেট জসিম উদ্দিন বাদল, এডভোকেট মোহাম্মদ খলিল সহ আরো অনেকে।