নোয়াখালীতে জাতীয় শ্রমিক লীগের মহান মে দিবস পালিত

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর মদন মোহন উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয় শ্রমিক লীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিনের সঞ্চালনায় শ্রম বিষয়ক সম্পাদক নুর উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরন, প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার জাফর উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি শামছুল হক সামছু, নোয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক এ কে এম মোজাম্মেল হোসেন, সদস্য সচিব এবি এম ছিদ্দিক নাছিম, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।

বক্তব্য অতিথিরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার দাবি আদায়ে তারা বদ্ধপরিকর। জাতীয় শ্রমিক লীগ সবসময়ই তাদের সুখে দুখে পাশে থাকবেন বলেও জানান। এছাড়াও শ্রমিক কল্যানে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এইছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে।

Share This Article