আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর মোতাবেক ১৪ অক্টোবর শনিবার বেলা ১১ টায় শহীদ মিনারের সামনে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি জনাব গোলাম হায়দার বিএসসি সভাপতিত্বে ভিপি জসিম ও ওমর ফারুক টপি’র সঞ্চালনায় অনশন কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনাব ফিরোজ আলম মতিন, মাহবুব আলোমগীর আলো, মোতাহের হোসেন মানিক, শহিদুল ইসলাম কিরণ, কামাখ্যা চন্দ্র দাস, জাফর উল্লাহ রাসেল, অধ্যাপক লিয়াকত আলী খান, মঞ্জুরুল আজিম সুমন, ভিপি পলাশ, ছাবের আহমদ, ভিপি আলাউদ্দিন , আজগর উদ্দিন দুখু, আবু হাসান মোঃ নোমান সহ বিভিন্ন উপজেলা পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন কর্মসূচী পালিত হয়। অনশন শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সেনবাগ উপজেলার কমান্ডার, সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ শরবত ও পানি দিয়ে অনশন ভঙ্গ করান।