
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ভারতের রিউচার অর্গানিক প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিস্ট্রিবিউটরদের কে নিয়ে
বিজনেজ ডেভেলপমেন্ট পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
ডাইনামিক গ্রুফ বাংলাদেশ টিম এর আয়োজনে সেনবাগ উপজেলার ছমিরমুন্সি হাট বাজারের মোহাম্মাদীয়া চাইনিজ সেন্টারে কোম্পানির সিলভার এক্সিকিউটিভ জানে আলম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষ থেকে আগত রিউচার অর্গানিক প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্লু ডায়মন্ড ডক্টর শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের প্রথম ডায়মন্ড নোয়াখালীর সন্তান মিজানুর রহমান মিজান।
আগত অতিথিরা বলেন, রিউব্যালেন্স নামক মেডিসিন টি বহুবিধ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে মানুষের কঠিন রোগ গ্যাস্ট্রিক সহ বিভিন্ন রোগের জন্য নিউট্রিশন ও ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে। কোম্পানির সকল ব্যবসায়ীক সুযোগ সুবিধা ও মানুষের মধ্যে ওষুধের গুনাগুন জানানোর আহবান জানান। এইছাড়াও কোম্পানিতে কাজ করেও নিজের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ও সুযোগ রয়েছে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, রিউচার অর্গানিক প্রাইভেট লিমিটেড কোম্পানির ফোর স্টার জসিম উদ্দিন, সিলভার এক্সিকিউটিভ শিপন মিয়াজি, প্রফেসর জসিম উদ্দিন সোহেল, থ্রি স্টার আনোয়ার হোসেন আরো অনেকে।