নোয়াখালীতে শ্রমিক ইউনিয়নের মে দিবসে আলোচনা সভা ও র‍্যালী

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে লালন করে মহান মে দিবস উপলক্ষে চৌমুহনীর শ্রম অধিদপ্তর, শ্রম কল্যান কেন্দ্রের আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শমিকদের আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলা ট্রাক ট্যাংক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার সভাপতিত্বে অতিথি ছিলেন নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ডেল্টা পাট কল শ্রমিক ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দিন।

অতিথিরা বক্তব্যে বলেন, শ্রমিকদের কল্যানে মালিকদের আরো সহানুভূতি হতে হবে। শ্রমিক সবসময় অবহেলিত ও নির্যাতিত হয়ে থাকে। এইসব নির্যাতন রুখতে শ্রমিকদের আরো একতাবদ্ধ হতে হবে।

এইসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

Share This Article