নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীতে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের
খলিলুর রহমান কামিল মাদরাসায় ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার রুহুল আমিন।

বক্তব্যে অতিথিরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। আরো বলেন, আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নান্টু বিহারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাহাদাত হোসেন সুমন সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং আরো অনেকে।

Share This Article