
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে আবু জাফর মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। রবিবার রাতে চুরির ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের রাহেলা বেগম (৪৮) সাথে কথা বললে তিনি জানান গত রবি বার আমার বাবা মারা যায় যার কারনে আমাদের পরিবারের সবাই আমার বাবার বাড়ীতে ছিলাম গতকাল মঙ্গলবার বাড়িতে এসে দেখি ঘরের দরজা খোলা।
ভিতরে আলমারি ভেঙে আসবাব পত্র তছনছ করে আমার ঘরে থাকা ২৪ ভরি স্বর্ণঅলংকার, নগদ ঘরে থাকা ২৫০০০০ টাকা সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর এবিষয়ে তারা সেনবাগ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য রাহেলা বেগমের স্বামী আবু জাফর মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন বর্তমানে তিনি দেশে আছেন, ঘটনার পূর্বদিন আবু জাফর মিয়ার শ্বশুর মারা যাওয়ার কারনে তিনি স্ত্রী সন্তানসহ শ্বশুরবাড়িতে যান।
কিন্ত বসতঘরে ছিলেন বোন ভগ্নিপতি ও ভগ্নিপতি বোনের স্বামী, ঘটনার রাতে ঘরের দেয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে চোর ঘরে ঢুকেন ভেন্টিলেটর ভাঙ্গা কিংবা ষ্টীলের আলমীরা ভাঙ্গার আওয়াজ এবং ঘন্টা ব্যাপী চুরির ঘটনায় বসতঘরে উপস্থিত ৩ জন নিকট আত্মীয়ের ১ জনেও রহস্য জনক ভাবে টের পাননি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ জানান আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো এবং এইবিষয়ে একটি চুরির মামলা হয়েছে।