ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চিত্র ডেস্ক

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের ১৯তম মধ্যবর্তী পর্যালোচনা বৈঠকে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। উগান্ডার রাজধানী কাম্পালায় আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, উপদেষ্টা আজ বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উগান্ডার উদ্দেশে রওনা হয়েছেন।

পথিমধ্যে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থানকালে তিনি সোমবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি অন্যান্য সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে ন্যাম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাম্পালায় যাবেন।

‘বৈশ্বিক সমৃদ্ধির জন্য পারস্পারিক সহযোগিতা আরও জোরদারকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ বৈঠকে ২০২৪ সালে অনুষ্ঠিত ন্যাম শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বৈঠকে পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে ন্যামের প্রাসঙ্গিকতা, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

Share This Article