
নড়াইলের লোহাগড়া উপজেলায় খাল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার হলদা গ্রামের খালের কচুড়িপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় জানা গেছে, শনিবার সন্ধায় দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের খালের কচুরিপানার ভিতরে অজ্ঞাতনামা একটি মানুষের কঙ্কাল দেখতে পাই স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ৯ টার দিকে কঙ্কালটি উদ্ধার করে। পুলিশ কঙ্কালটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কঙ্কালটির পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, হলদা গ্রাম থেকে অজ্ঞাত একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।