পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন রিকশা-ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ। এক দিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা কমেছে এ অঙ্ক।
শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার একই সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি। আবহাওয়া অফিসের তথ্য মতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে নামলে শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী, পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বইছে।
এদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাটসহ চারপাশ। ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এ ছাড়া তীব্র ঠাণ্ডার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। শুক্রবার বিকেল ৩টায় দিনের তাপমাত্রাও কমে ১৬ ডিগ্রিতে নামে। এছাড়া মেঘলা আকাশে হালকা কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। এমন আবহাওয়া আরও ২/৩ দিন থাকতে পারে। জানুয়ারির শেষ সপ্তাহে শীতের প্রকোপ কমতে পারে।