চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রাইভেট ভেটেরিনারি এসোসিয়েশন (সিপিভিএ) আয়োজিত পিকনিক ও মিলনমেলা -২০২৪ শুক্রবার (২৩ শে জানুয়ারী) সারাদিব্যাপী পালিত হয়। ডা: মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে চট্টগ্রামের নর্থের অর্ধশত প্র্যাকটিশনার ডাক্তার, কর্মকর্তাদের প্রাণবন্ত এ মিলনমেলা বোট ক্লাব পতেঙ্গায় অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত কমিটির উপদেষ্টাবৃন্দ ডা: লিটন কুমার নাথ,
ডা: সঞ্জীব চৌধুরী; প্রাক্তন সভাপতি ডা: সঞ্জয় কুমার বড়ুয়া; ডা: এরশাদুল হাকিম, প্র্যাকটিশনার ডা: আশরাফুজ্জামান। এ আয়োজনের স্পন্সর ছিলেন এক্সন এনিম্যাল হেলথ লি:।
অত্যন্ত গোছানো এই অনুষ্ঠানে কমিটির ভবিষ্যৎ ও বর্তমান অবস্থান পর্যালোচনা ও সিদ্ধান্ত আসে। ভেট ডাক্তারদের অধিকার সংরক্ষণে তারা বদ্ধপরিকর হয়ে আরো কাজ করতে চান। সকালের নাস্তা শেষে ডা: সাদ্দাম হোসেনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা।
এ সময় বক্তব্য রাখেন সুধীজনেরা,
ডা: আশরাফ বলেন,”কমিটির চূড়ান্ত মিশন ঠিক করতে হবে। ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। শিখাতে হবে সবাইকে। অভিজ্ঞদের কাছে স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারে সেজন্য রিক্রিয়েশন এর ব্যবস্থা করতে হবে।”
ডা: এরশাদুল হাকিম বলেন, ” সংগঠনের মধ্যে
৭/১৫/৩০ দিনে লার্নিং সেশন করা যায়। যে যে বিষয়ে এক্সপার্ট, তারা ম্যানেজমেন্ট ট্রেনিং করাতে পারে।সেজন্য উনি ব্যক্তিভাবে রুমের ব্যবস্থা করে দিবেন বলে জানান।”
ডা সঞ্জয় বলেন, “উইলিংলি কাজ করতে পারবে, এমন লোকজন কমিটিতে আনতে হবে, অত্র রিজিয়নে ডাক্তারদের যে কোন সমস্যায় আমাদের উদ্যোগ নিতে হবে।”
ডা লিটন প্রতিষ্ঠাকালীন সময়ের কথা স্মৃতিচারণ করেন। তিনি যোগ করেন এমন সদস্য আনতে হবে,যারা কাজ করবে।
কমিটির ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, গঠনতন্ত্র, ভেট ডাক্তারদের কর্মকান্ডে সমন্বয়, ভবিষ্যতে কমিটি গঠনসহসহ সহ সকল বিষয় নিতে আরো বক্তব্য রাখেন বর্তমান কমিটির সহ-সভাপতি: ডা: আজিজ, সাধারন সম্পাদক: ডা: বদরুল আনিস মিথুন, যুুগ্ন-সাধারন সম্পাদক: ডা: সাদ্দাম হোসেন, ডা: নিতাই, ডা: শফিক, ডা: জয়, ডা: আজিম, ডা: সন্জীব, ডা: জুয়েল, ডা: তারেক আজিজ, ডা: লিটন, ডা: নান্নু প্রমুখ।
জুম্মার নামাজ শেষে বিনোদনমূলক আয়োজনের মধ্যে ছিলো নিজেদের মধ্যে খুনসুটি, গেমিং, রেফেল ড্র ও ভ্রমণ। এরপর প্রতিষ্ঠাকালীন সদস্যের ক্রেস্ট দিয়ে তাদের কাজের স্বীকৃতি জানানো হয়। পরিশেষে পুরস্কার বিতরণ ও নৈসর্গিক আবহাওয়া অবলোকন করা হয়।
কাজের চাপে এসময়টুকু সবাই মিলেমিশে ভ্রাতৃত্বে বন্ধনে কাটান। কর্ণফুলী টানেল পর্যবেক্ষণের মাধ্যমে দিনের শেষে বাড়ির পথে রওনা হন সবাই।
আ/বা