মারসিফুল আলম রিমন :-
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্রগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকেল ৪.৩০ টায় উক্ত ইফতার অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবুল বাশার খান, কৃষি অনুষদের অধ্যাপক ড.মুহাম্মদ জুলফিকার আলী, মৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থা অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান সহ আরও অনেকে।
চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মোঃ খোরশেদ আলম। এসময় প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, রমজান হলো একটি সংযমের মাস, এ মাসের শিক্ষা আমাদের মানবিক গুণাবলি অর্জনের তাগিদ দেয়। এ পবিত্র মাসের মাহাত্ম্য নিয়ে আমরা বছরের বাকি সময়টুকু অতিবাহিত করবো সেটিই আমার সকলের প্রতি প্রত্যাশা। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, দোয়া মাহফিল ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলাদেশ চিত্র/আনিস