পবিপ্রবি প্রতিনিধি ::
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর দেশবরেণ্য শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন'র আগমনে পবিপ্রবিতে এক "মতবিনিময় সভা" আয়োজন করা হয়।
বুধবার(৮ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ৩ ঘন্টা আনন্দঘন পরিবেশে পবিপ্রবির টিএসসি মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত 'র সভাপতিত্বে "মতবিনিময় সভা" 'য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন এবং সাথে ছিলেন তাঁর সহধর্মিণী খন্দকার জাহানারা হোসেন। "মতবিনিময় সভা" সঞ্চালনা করেন প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন,শিক্ষদের দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে। তিনি বলেন, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ।
তিনি আরো বলেন,আমি আশা করি উপাচার্য মহোদয় সকলকে একসাথে নিয়ে যার যে দক্ষতা আছে সেই দিকে লক্ষ্য করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে এগিয়ে যাবে। প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন ২২ ডিসেম্বর ২০০৮ সাল থেকে ২২ ডিসেম্বর ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর পবিপ্রবি'র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সভাপতি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, তিনি ছিলেন সততার প্রতীক,তিনি চিন্তাশীল, সৃষ্টিশীল। আমার দীর্ঘ চাকরি জীবনে তাঁর বিকল্প কোনো সহকর্মী আমি পাইনি। তিনি বলেন, স্যার সৎ ছিলেন বলেই আজ এখানে আসতে পেরেছেন। তিনি বলেন, দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সামুদ্রিক গবেষণা বৃদ্ধি করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যেই কুয়াকাটায় গবেষণার ব্যবস্থা করছি।
বক্তারা প্রফেসর ড. সৈয়দ শাখাওয়াত হোসেন'র বিখ্যাত ৩টি উক্তি কাম ফরওয়ার্ড, টেক দ্যা রেসপনসিবিলিটি,ডু দ্যা জব উল্লেখ করেন।এছাড়াও তাঁর সততা, নিষ্ঠা এবং বিচক্ষণতা নিয়ে আলোচনা করেন।
এসময় আরো বক্তব্য প্রদান করেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজসহ বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষকবৃন্দ,কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ । উক্ত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।