পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনারে তিনি বলেন, ক্ষমতায় পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সংবিধানে যুক্ত করবে বিএনপি।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার বিএনপির আয়োজিত সেমিনারে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ওই সেমিনার।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মত পরিবারতান্ত্রিক রাষ্ট্রকাঠামো থাকবে না।
‘জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আপনারা দেখতে পাবেন, আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায় ও অংশীদারিত্বের রাজনীতি। রাষ্ট্রে যদি আইনের শাসন থাকে, জবাবদিহিতা এবং সুশাসন থাকে তাহলে সেখানে স্বাভাবিকভাবেই অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না।
কোনো সরকারই যেনো স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, সে কারণে প্রধানমন্ত্রীসহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তারেক রহমান।
সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংষ্কারে যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে বিএনপি ঘোষিত ৩১ দফার অনেকটাই মিল রয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি, এই ৩১ দফা শুধু বিএনপির দফা নয়। আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলনে করছিলাম সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একমত হয়েই এই দফাগুলো দিয়েছিলাম।
সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা।
আপনার মতামত লিখুন :