মোঃ মনিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতা ও অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক আয়োজিত ডাল জাতীয় ফসল উৎপাদন বিষয়ক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে মার্চ ও ২২ শে মার্চ ( মঙ্গলবার ও বুধবার) সকাল ১০ ঘটিকায় শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোলার দুলারহাটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান তাওহীদ, সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী (এফডিএ), শংকর চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা ( এফডিএ), কৃষি কর্মকর্তা (এফডিএ), কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (এফডিএ), মোঃ মেহেদী আজম, সহকারী কৃষি কর্মকর্তা প্রত্যয় মজুমদার সহ আরও অনেকে। উক্ত প্রশিক্ষণে বক্তরা বলেন ডাল আমিষের উৎস এবং অন্য পুষ্টিগুন ও আছে। ডালের চাষ পদ্ধতি অনেক সহজ এবং উচ্চ ফলনশীল জাত রয়েছে। এসব জাতগুলোতে রোগ ও পোকা হয়। এছাড়া ও বিভিন্ন ডাল ফসলের আবাদ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রায় শতাধিক কৃষাণ- কৃষাণী অংশ গ্রহণ করেন।