পরিবার উন্নয়ন সংস্থার ( FDA) আয়োজনে মাঠ দিবস ২০২৩ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম

মো: মনিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতা ও অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা ( FDA) কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাটে ডাল জাতীয় ফসল উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি আজ (৭ মে) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক, শংকর চন্দ্র দেবনাথ,
সিনিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী, (FDA),শ্যাম সুন্দর দেবনাথ, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর ( FDA), মেহেদী আজম, মৎস্য কর্মকর্তা, ( FDA), মো: মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা, ( FDA), সহকারী কর্মকর্তা প্রত্যয় মজুমদারসহ আরও অনেকে।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডালে প্রচুর প্রোটিন, আয়রন, ও ফোলেট থাকে তাই আমাদের নিয়মিত ডাল খেতে হবে। ডাল আয়রন রক্তাল্পতা হওয়ার ঝুকিও হ্রাস করতে পারে। এছাড়ও প্রতিদিন ডাল খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং ডাল হ্রৎপিন্ডের জন্য অত্যন্ত উপকারী। আলোচনা শেষে বক্তারা ডাল উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন।

Share This Article