ক্যাম্পাস বার্তা ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে বিয়ের কাজ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ। পাত্রী সুমাইয়া সুমি জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজে মাস্টার্স করছেন। পাশাপাশি তিনি এক স্কুলে শিক্ষকতা করেন। তার বাড়ি জামালপুরে আর সাজ্জাদুলের বাড়ি চাঁদপুরে।
তাদের বিয়ের দেনমোহর নির্ধারণ করেছেন পাঁচ হাজার টাকা। শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সকলের মধ্যে খেজুর বিতরণ করা হয়। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। বিয়েকে সহজ করার চিন্তাভাবনা থেকে এভাবে আয়োজন করেছেন বলে জানান তিনি।