খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনিকভাবে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯৭টি কেন্দ্রে আজ শনিবার সকাল থেকে ব্যালট পেপার ছাড়াও জনবল ও সকল আসবাবপত্র পাঠানো হয়েছে।
৯৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২লাখ ৩১ হাজার ৯’শ ৩৮ জন। প্রার্থী সংখ্যা চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।
এ উপজেলায় নির্বাচনে ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৬’শ পুলিশ, ৩ প্লাটুন বিজিবি, ১২’শ ৬১ জন আনসার মোতায়ন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে ১জন ম্যাজিস্ট্রেট, ১৩ জন আনসার ও ৩ জন পুলিশ ভোট গ্রহণ ও গনণাকাল পর্যন্ত মোতায়েন থাকবে বলে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।