খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে আজ সকাল ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণপদ বিশ্বাস, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও আব্দুস ছালাম কেরু।