পাইকগাছায় রাইস মিলের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্ভোগে এলাকাবাসী

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনার পাইকগাছায় একটি রাইস মিলের শব্দসহ ধোয়া ও চাউলের কুড়ায় পাশে অবস্থিত কয়েকটি বাড়ীর পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। বাড়ীর শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এ কারণে পাশে বসবাসরত ৬টি পরিবারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার রাড়ুলি গ্রামের প্রধান সড়কের পাশে নুর ইসলাম শেখের রাইস মিল অবস্থিত। যার পাশে রুহুল আমিন মোড়লদের বসতবাড়ী।

তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসারের বডিগার্ড হিসেবে কর্মরত। তার বাড়ীর পাশের রাইস মিলের শব্দ, কড়া, ও ধুলা বালিতে তার বাড়ীর পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। মিল ঘরের জানালা খুলে রাখায় বাড়ী মহিলাের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জানালা বন্ধ ও পরিবেশ রক্ষা করে ধান মাড়াই করতে বলা হলে মিল মালিক সেদিকে কোন কর্ণপাত না করে উল্টাপাল্টা কথা বলছে। যা নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগে আছে বলে স্থানীয়রা জানায়।

অতি সম্প্রতি রুহুল আমিন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন।
এ ব্যাপারে মিল মালিক নুর ইসলাম বলেন আমি ওখানে কালো কাপড় টাঙ্গিয়ে দেয়ার ব্যবস্থা করবো।তবে এনিয়ে রুহুল আমিন একাই অভিযোগ করছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অভিযোগ হলে বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।

Share This Article