পাইকগাছায় রুপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের উদ্যোগে হতদরিদ্র নাসিরকে অর্থ প্রদান

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনার পাইকগাছায় রুপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে ঘোষাল গ্রামের অসহায় নাসিরকে নগত অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে।

গতকাল শনিবার নতুন বাজার কার্যালয়ে নগত এ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি অশোক ঘোষের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা বেগম সামছুন্নার, উপদেষ্টা লিয়াকত আলী গাজী সহ-সভাপতি মোড়ল কওছার আলী,পঞ্চানন সরকার, লুৎফর রহমান, সাংবাদিক মুজিবর মল্লিক, সুশান্ত কুমার বিশ্বাস, বিকাসেন্দু সরকার, অনিতা রাণী মন্ডল ও বাবুল শরীফ।

জানা গেছে, ঘোষাল গ্রামের নাসির সরদার একজন অতি গরীব ও অসহায় মানুষ । তার ২ বিঘা জমি ছিল যা তার এক ভাতিজা লিখে নেয়। পরে সে তা বিক্রি করে চলে গেছে কক্সবাজার। সে বসবাস করতো ভাতিজার ঘরের বারান্দায়। সেখান থেকেও গত রমজান মাসে বাড়ী থেকে বের করে দেয়া হয় তাকে। আপন, সৎ ভাই ও ভাইপো সবাই থাকতেও এখন কেউ নেই এমন অবস্থা তার। তারা কেউ এতটুকু সাহায্য করেনি বা করেনা।

এর মাঝে ঘোষাল গ্রামের হতদরিদ্র, দিনমজুর শফি তাকে রাস্তা থেকে তুলে এনে তার বাড়ীতে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিকে রুপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের নজরে বিষয়টি আসলে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নগত টাকা প্রদান করেছেন।

Share This Article