পাইকগাছায় রেমালের আঘাতে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ : ক্লাস হচ্ছে কালীমন্দির, ভাঙ্গা-ছেড়া ও বেড়ার ঘরে

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাস হচ্ছে কালীমন্দির, ভাঙ্গা- ছেড়া ও বেড়ার ঘরে।

সরকারী হিসেব মতে সরজমিনে দেখা যায়, গত ২৭ মে ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ২৬ টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০ নং খড়িয়া পল্লীস্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মাটির সাথে সমান হয়ে গেছে। খাড়া হয়ে আছে মাত্র জাতীয় পতাকার ষ্টান্ড। আছেন ৬ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থী। বসার মত কোন জায়গা না থাকায় পাশে সদ্য নির্মাণাধীন ছোট একটা কালিমন্দিরে পাটি বিছিয়ে ক্লাস নেয়া হচ্ছে।

দেলুটি উদয়ণ বিদ্যাপিট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল, বেড়া ধ্বংসস্তুপ। এমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেউয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কড়ুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিগরদানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিএনকো ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ২৬ টি। পল্লীস্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়টি খুবই অবেলিত। একটা সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করা হলে এলাকাবাসীও উপকৃত হবে পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে।

এব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরী করে কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

Share This Article