খুলনার পাইকগাছার গড়ইখালীতে অবশেষে ২১বছর পর ৫৫টি পরিবারের জন্য যাতায়াতের নতুন রাস্তা নির্মিত হয়েছে। এ আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের দক্ষিণ ও পুর্বপাশে বসবাসরত ৫৫টি পরিবার ২১ বছর পর যাতায়াতের জন্য পেলো নতুন রাস্তা। এতো বছর যাবৎ তারা ইউনিয়ন পরিষদের মাঠ ও পাবলিক কবরখানা দিয়ে খালপার হয়ে যাতায়াত করতো।
এলাকাবাসী দীর্ঘদিনের এ দাবী আদায় থেকে বঞ্চিত ছিল বলে তারা জানায়। সম্প্রতি এলাকাবাসীর দাবী ও গণ স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মান করেন। যার দৈর্ঘ্য ৫০০ ফুট ও প্রস্থ ১০ ফুট। ফলে ৫৫ টি পরিবারের প্রায় দেড় শতাধিক লোকের নতুন রাস্তা দিয়ে চলাচলে সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে তারা নিজেরাই মিষ্টি বিতরণ করেছেন এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যানসহ ইউপি পরিষদকে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গাউসুল হক বলেন ৫৫ টি পরিবার ২১ বছর যাবৎ রাস্তা ছাড়াই এলোমেলো ভাবে চলাচল করতে চরম ভোগান্তি ভোগ করেছে।
ইউপি চেয়ারম্যান কেরু বলেন, দীর্ঘ ২১ বছর ধরে এই ৫৫টি পরিবারের যাতায়াতের রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বসবাস করে আসছে। আমি তাদের কষ্টটাকে অনুভব করেছি মাত্র। কিছু বাঁধা বিঘ্ন থাকায় রাস্তাটি নির্মাণ করতে বিলম্ব হয়েছে। তবে এটা হওয়াতে কবরখানার পবিত্রতা রক্ষা ও ইউনিয়ন পরিষদ সুরক্ষা রাখার পথ উম্মুক্ত হয়েছে।