পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাথে সংসদ সদস্য রশীদুজ্জামানের মতবিনিময়

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাথে খুলনা -৬ (পাইকগাছা -কয়রা)’র সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় মৎস্য আড়ৎদারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক মলঙ্গী ও সমীরণ সাধু। মতবিনিময় সভায় সন্তোষ কুমার সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব বাবলু, সুকুমার চন্দ্র ঢালী, আব্দুল কুদ্দুস, কৃষ্ণ পদ মন্ডল , সংসদ সদস্যের ছোট ভাই যুবলীগ নেতা মোঃ ওহেদুজ্জামান মোড়ল, উদয় রায়, ছাত্রলীগের উপজেলা সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মৎস্য আড়ংদারি সমিতির সম্পাদক ওবাইদুল হক মিঠু নায়েব, সন্থোষ কুমার মজুমদার, প্রভাষক কামাল হোসেন, শাহীন ইকবাল ও সিদ্দিকুর রহমান মোড়ল।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য মার্কেট আধুনিকায়ণ করার মাধ্যমে আমাদের মৎস্য সম্পদের গুণগত মান বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্র লবণ পানিকে না বলে মিষ্টি পানিকে হা বলতে হবে।

Share This Article