পাইলট অসিমের বাড়িতে চলছে শোকের মাতম

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট অসিম জাওয়াদের মানিকগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম।বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ওই পাইলট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের মামা সুরুয খান জানান, অসিম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিল। সে পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুর খবরে আমার বোন নিলুফা পাগল প্রায়।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী ও ২ সন্তান চট্রগামে রয়েছেন। উল্লেখ্য সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি।

Share This Article