পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন বেসামরিক নাগরিকসহ অন্তত ২৯ জন। আহতদের মধ্যে চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করে। এর আগে দুপুরে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি যানবাহনের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ১৩ জন নিহত হন। এছাড়াও হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনই বেসামরিক নাগরিক। আর ১০ জন সেনা সদস্য ছিলেন, যাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ।
অপর দিকে ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এএফপির এক পরিসংখ্যান বলছে, বছরের শুরু থেকে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।