পাকিস্তানে নিরাপদ নাহিদ রানা-রিশাদ, কথা হয়েছে ফারুকের সঙ্গে

বাংলাদেশ চিত্র ডেস্ক

পাকিস্তানে নিরাপদ নাহিদ রানা-রিশাদ, কথা হয়েছে ফারুকের সঙ্গে

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী। ভারতের এই হামলার পর বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে। এই দুই ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা আছেন পেশোয়ার জালমির সঙ্গে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) জানিয়েছে, পাকিস্তানের নিরাপদ আছেন রিশাদ-নাহিদ রানা। জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি বলেন, ‘সকালে রিশাদের সঙ্গে কথা হয়েছে। নাহিদ রানার সঙ্গেও খুব শীঘ্রই যোগাযোগ করবো।’
এদিকে পিএসএল কভার করতে যাওয়া ক্রিকফ্রেনজির সাংবাদিক তাসফিক পলক আজ মধ্যাহ্নে ইসলামাবাদ থেকে জাগো নিউজকে মুঠোফোনে জানান, পাক-ভারত যুদ্ধের ডংকা বাজলেও পিএসএল বন্ধের কোনো ঘোষণা দেয়নি পিসিবি। আজ বুধবার ইসলামাবাদে পিএসএলের নির্ধারিত খেলা হবে বলেই জানানো হয়েছে পিসিবির পক্ষ থেকে।
পলক বলেন, ‘নাহিদ রানা এখন ইসলামাবাদেই অবস্থান করছেন। আর রিশাদ হোসেন আজই লাহোর থেকে ইসলামাবাদে এসে পৌঁছাবেন। তারা দুইজনই সুস্থ আছেন।’
তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমরা যে দুজন (তাসফিক পলক ও মাহরুজ হাসান প্রত্যয়) বাংলাদেশ থেকে পিএসএল কভার করতে এসেছি, পিসিবি তাদেরও খোঁজখবর নিয়েছে এবং নিচ্ছে।’

Share This Article