বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ বলেছেন, যদি জামালপুরের পাখির খামারিদের যদি দক্ষতা থাকে, প্রশিক্ষন থাকে আর তারা যদি লাভজনক মনে করে তাহলে পাখির খামারিদের সহজলভ্য ঋণ ও পরামর্শ প্রদান করা হবে।
বুধবার বেলা ১১ টার দিকে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের সুলতান নগর গ্রামে তারা-সুলতানা দম্পত্তির পাখির খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ।
এসময় তিনি আরো বলেন, তারা-সুলতানা দম্পত্তির পাখির খামারটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং বেশ বড়। এই আবহাওয়ায় এরকম ধরনের খামার অত্যন্ত লাভজনক হতে পারে।
জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ বলেন, ইতিমধ্যে ২৫ থেকে ৩০ জন উদ্যোক্তা এই কাজটি শুরু করেছেন। তারা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে পুরো জেলায় ছড়িয়ে দিতে পারলে এটি একটি শিল্পে পরিনত হতে পারে। সরকার সবসময় জনগন এবং উদ্যোক্তাদের পাশে আছে।
তারা-সুলতানা দম্পত্তির হাজারো পাখি পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো: ইমরান আহমেদের সাথে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।