পাখির জন্য উদ্দীপনের অভিনব উদ্যোগ

বাংলাদেশ চিত্র ডেস্ক

প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়ে আসছে। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে” । দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা ২০২৩। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ২০২২’ এবং ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, প্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এছাড়াও সামাজিক বনায়নের লভ্যাংশ প্রাপ্তদের হাতে চেক তুলে দেন মন্ত্রী।

“সভাপতির সমাপনী বক্তব্যের পর ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এরপর অতিথিগন একে একে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই/কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই / আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে/ তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে। কবি রজনীকান্ত সেনের ছড়া কবিতাটির নায়ক নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি। বাবুই পাখির সেই নিপুণ খাসা বাসাটি এখন বিক্রি হচ্ছে বৃক্ষ মেলায়। তবে এটি বাবুই পাখির তৈরি বাসা নয়। বাবুই পাখির বাসার আদলেই বিভিন্ন পাখিদের জন্য মানুষের হাতে তৈরি বাসা। উদ্দীপন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।

শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে’ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” স্লোগানের নিরিখে গাছের পাশাপাশি মেলায় নিয়ে এসেছে বাবুই পাখির বাসা। এছাড়াও তারা মহামূল্যবান চন্দন গাছের চারাও এনেছে। মূলত গ্রামে গঞ্জে তালগাছে অনেকগুলো ঝুলন্ত বাসা বাঁধে বাবুই পাখি। ঘাস, খড়কুটো ছিঁড়ে ছিঁড়ে ঠোঁটের সাহাযে তারা নিপুণভাবে বোনে তাদের এই বাসা।

সব গাছ ছাড়িয়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এখন বাবুই পাখির বাসা তেমন চোখে পড়ে না। দিন দিন হারিয়ে যাচ্ছে সুজলা-সুফলা, সবুজ-শ্যামল ছায়াঘেরা নিবিড় গ্রাম। যেখানে পাখ পাখালির কুজনে মুখরিত হতো সন্ধ্যা-সাঁঝের বেলা। সেখানে এখন গড়ে উঠছে আধুনিক সভ্যতার অট্টালিকা। এইসব কংক্রিটের জঙ্গলে চড়ুইয়ের স্থান হলেও বাবুইসহ অন্য পাখিরা হারাচ্ছে বাসস্থান। আর তাই পাখিদের বাসস্থান ফিরিয়ে দিতে উদ্দীপনের এই অভিনব উদ্যোগ। সেখানে শুধু বাবুই পাখি নয় দোয়েল, শালিক, চড়ুই, ঘুঘু, টিয়া, ময়না, ফিঙেসহ হরেক পাখিই এই বাসায় থাকবে।

বাবুই পাখির বাসা নিয়ে বৃক্ষমেলার উদ্দীপন স্টলের দায়িত্বে থাকা প্রশান্ত কথা বলেন, ড. মিহির কান্তি মজুমদার স্যারের উদ্যোগে আমাদের এই প্রয়াস। ‘ড. মিহির কান্তি মজুমদার স্যারের স্লোগান ‘দেখো চেয়ে মানুষের চাহিদা বিশাল, পাখির চাহিদা শুধু গাছের একটি ডাল । এই শ্লোগানকে সামনে রেখে এবারের বৃক্ষ মেলায় গ্রামীণ পরিবেশের কথা মাথায় রেখে স্টল ডেকারেশন করা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে নারিকেলের ছোবড়া, ঘাস ও সুতা দিয়ে তৈরি আমাদের বাবুই পাখির বাসা ক্রেতাদের এতো বেশি চাহিদা যে আমরা বিক্রি করে পারছি না। এতো সাড়া পাব ভাবিনি।”

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বিশাল মাঠ জুড়ে বসেছে মাসব্যাপী এই বৃক্ষমেলা। মেলা চলবে ৫ জুন থেকে ২৬ শে জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা সকাল ০৯ টা থেকে রাত ০৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বৃক্ষমেলায় প্রবেশ একদম ফ্রি।

Share This Article