পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ-বন্দর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ভারতের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ওই দেশমুখী হবে না। দয়া করে এটি আর করবেন না। বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকলে মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশপাশে থাকা ছোটখাটো দেশ নয়।
বন্দরের নির্মাণ কাজে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, আগে যারা কাজটিতে অনিয়ম কিংবা চুরি করেছে, তাদের তো আর জাল দিয়ে ধরে আনা যাবে না। এখন যাতে কোনো ধরনের চুরি না হয়, সেটা আমাদের দেখা দরকার। নানা কারণে কাজটি করতে দেরি হচ্ছে, যে কারণে নিজেই দেখার জন্য এসেছি। যে প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে, তাদের আগেই চিন্তা করা দরকার ছিল কাজটিতে চ্যালেঞ্জ আছে। যদি তাদের কারণে বিশ্বব্যাংকের এই বরাদ্দ ফেরত যায়, তাহলে এই ঠিকাদারকে ধরবো।
মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আমি ঢাকা থেকে আসার সময় চাঁদপুর-মুন্সীগঞ্জের মাঝামাঝি ষাটনল এলাকায় যেভাবে বালু উত্তোলন করতে দেখেছি, আমাকে দেখে তারা পালিয়েছে। কিন্তু আমি ছবি তুলে রেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে বলেছি, আমি যাওয়ার সময় সেখানে যাবো। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ বিআইডব্লিউটিএ’র স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।