পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে: এড. মনা

বাংলাদেশ চিত্র ডেস্ক

>>খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সমস্ত কিছুর পরিকল্পনা এখনো তাদের মধ্যে রয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের দোসরা এখনো দেশের আসল জায়গাগুলোতে রয়ে গেছে। যে কারণে অনেকেই চেষ্টা করছে বাংলাদেশে একটা অস্থিতিশীল তৈরি করতে। তারা ফিরে আসার পথ খোঁজার জন্য এগুলো করছে। কিন্তু ফিরে আসা এত সহজ হবে না। তিনি চট করে ঢুকে পড়বেন- এটা বাংলাদেশে আর সম্ভব হবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

শেখ মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি। বিশেষ অতিথি ছিলেন, শের আলম সান্টু, বিশেষ বক্তা ছিলেন থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, বদরুল আনাম খান, শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, শেখ জামাল উদ্দিন, শেখ ফারুখ হোসেন, আলী আক্কাস, তাজিম বিশ্বাস, শামিম আহসান, হাফিজুর রহমান, মফিজুল রহমান, ইকরাম হোসেন, হায়দার আলি, ওহিদুর রহমান অর্ঘ, তারিক মোস্তাফ, ইসলাম বিশ্বাস, শেখ ইয়াসিন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, জুবের আলাম তুয়াজ, মুন্নি জামান,ফারুক খান, আল আমিন দেওয়ান,   মিজানুর রহমান বাবু, জুবেয়ার হোসেন পাপন, মুর্শিদা বেগম, মাসুদ মোল্লা, সরিফুল ইসলাম বাদল, এনামুল শেখ, মিজানুর রহমান, আনিচুর রহমান খান, এনামুল মোল্লা, মাসুদ রানা, আল আমিন মীর, মাসুম পারভেজ, ইমদাদুল হাসান মনা, মো: মাসুম হাওলাদার, হযরত খন্দকার, তাইম হোসেন, ইমামুল, প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৬নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে শেখ মোস্তফা কামাল, সাঃ সম্পাদক পদে শওকাত আলী লাবু বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহরাব হোসেনকে নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার রেহানা ঈসা।

Share This Article