![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রাত পোহালেই ১৫ আগস্ট। বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক ও তার পরিবারের নিহতের স্মরণ করার জন্য সারা দেশ যখন বিনম্র চিত্তে প্রস্তুত। তখন ১৪ই আগস্ট রাতে খোদ আওয়ামী লীগের একটি ইউনিয়ন শাখার সভাপতি তার জন্মদিন পালন করলেন কেক কাটার মধ্যমে। যা রিতিমত নিন্দার ঝড় তুলেছে স্থানীয় আওয়ামী লীগ মহলে।
ঘটনাটি রাজশাহীর পুঠিয়া উপজেলার অন্তর্গত জিউপাড়া ইউনিয়নে ঘটেছে। যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়।যেখানে দেখা যায় জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান তার ৫১ তম জন্মদিন উপলক্ষে নেতা কর্মীদের নিয়ে কেক কেটে হাস্যজ্জল পরিবেশে উদযাপন করেন।
সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডলার মাহমুদ সহ স্থানীয় নেতা কর্মীরা।
এবিষয়ে ইউনিয়ন আ.লীগ সভাপতি মি. হান্নান বলেন, ” গতকাল (১৪ই আগস্ট) আমার জন্মদিন ছিল। রাতে ইউনিয়নের ধোপাপাড়া এলাকায় আওয়ামী লীগের অফিসে যাই, সেখানে গিয়ে কিছু বুঝে উঠার আগেই স্থানীয় ছাত্রলীগের কিছু নেতা কর্মীরা কেক কাটার আয়োজন করে।”
আপনি আ.লীগের একটি ইউনিটের সভাপতি, ১৪ আগস্ট জন্মদিন পালন এটা কতটুকু যুক্তিসঙ্গত কাজ হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি একথায় বলেন, “পরিবেশ এমন ছিল যে আমি নিষেধ করতে পারি নি।”
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক বলেন, “ঘটনাটি এখনো আমার নজরে আসেনি। সত্যতা পেলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যাবস্থা নেওয়া হবে।”
আর পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মুকুল বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেননা আওয়ামী লীগের সভাপতি হয়ে এমন কাজ করা তার মোটেও উচিত হয়নি। তদন্ত সাপেক্ষে জন্মদিন উদযাপনের সত্যতা পেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”