
একদিকে প্রখর তাপ, অন্যদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস– এমন পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়েন নেত্রকোনার পূর্বধলা অঞ্চলের কৃষকরা। মাঠের পাকা ধান নিয়ে তাদের চিন্তার অন্ত নেই। এমনই একজন পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া গ্রামের মোঃ বুলবুল মিয়া। তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন পূর্বধলা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।মঙ্গলবার (২ মে ) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোঃ বুলবুল মিয়ার মাঠের ধান কেটে দিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক বৃত্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা মুকুল কায়সার আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি’র উদ্যোগে নেতাকর্মীসহ ১০ জমির ধান কাটার পাশাপাশি বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।যুবলীগ নেতা মুকুল কায়সার আকন্দ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে ধান কেটে ঘরে পৌঁছে দিতে কাজ শুরু হয়েছে। সেই অনুযায়ী সমস্যায় থাকা কৃষকের তালিকা করে তারা মাঠে নেমেছেন। পর্যায়ক্রমে তারা এসব কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দেবেন। সুবিধাভোগী কৃষক মোঃ বুলবুল মিয়া বলেন, ‘ধানের ফলন ভালো হয়েছে। তবে প্রচণ্ড গরমের কারণে দিনে বেশি কাজ করতে পারছিলাম না। মজুরি বেড়ে যাওয়ায় শ্রমিক দিয়েও ধান কাটাতে পারছি না। বিষয়টি স্থানীয় হাবুল মিয়া ও নাজিম আহমেদকে বলেছিলাম। তারা আশ্বস্ত করেছিলেন। আর আজ কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন এর নেতাকর্মীরা আমার ১০ কাটা জমির ধান কাটা হয়েছে। এখন বেশ স্বস্তিতে আছি। ধান কাটায় অংশ নেন–যুবলীগ নেতা টুটুল আহমেদ, ইউপি সদস্য দিদারুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবুল মিয়া, পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, পূর্বধলা উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, কৃষক লীগ নেতা আব্দুল আজিজ, হোগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফ খান সাগর, সাধারণ সম্পাদক সাদেক সাইফুল ইসলাম খান সাদেক প্রমুখ।